রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু


রাহাত শরীফ, উপজেলা প্রতিনিধি প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

 

 

টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি, তথ্য সংশোধন এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ চলছে।

গোপালপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য যাচাই ও ছবি তোলার কাজ পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে হালনাগাদ টিম লিডার আরিফুল ইসলাম সজীব জানান, ভোটারদের তথ্য সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে এবং তারা ভোগান্তি ছাড়া এই সেবা পাচ্ছেন।

হালনাগাদ কার্যক্রমের আওতায় ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় ভোটাররা জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ‘‘সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের জন্য জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের তথ্য যাচাই ও হালনাগাদ করার অনুরোধ জানানো হচ্ছে।’’

স্থানীয় বাসিন্দারা জানান, ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ, তবে পর্যাপ্ত প্রচারণা না থাকায় অনেকে সময়মতো তথ্য হালনাগাদ করতে পারছেন না। তারা চান, সরকার এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করুক।

উল্লেখ্য, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এবং সংশোধন ও নতুন অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।