রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ এএম

দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

 

পঞ্চগড়ে ১৮ ও ৫৬ দুটি ব্যাটালিয়নে বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযানে আটককৃত ২ কোটি ১ লাখ ১১ হাজার ৮৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়। সন্ধ্যায় এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, নীলফামারী ও পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এবং নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দুটি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ  হিসেবে মাদক নির্মূলের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিতকল্পে বিজিবি বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা  অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে।

এরই  ধারাবাহিকতায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) গত ২০২২ সালের ১ জুলাই হতে চলতি সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) গত ২০ অক্টোবর ২০১৫ হতে ৩১ জানুয়ারি  ২০২৫ তারিখ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়। এসব ধ্বংসকৃত মাদকদ্রব্যের  আনুমানিক দুই কোটি এক লক্ষ এগারো হাজার আট শত পঞ্চাশ টাকা।

ধ্বংসকৃত  মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪ হাজার ৯৯০ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ১৯৮ বোতল/প্যাকেট মদ, ২৭০ বোতল/ক্যান বিয়ার,  ১.১১২ কেজি হেরোইন, ১.০৬১ কেজি কোকেন, ১৩০.৪৩২ কেজি গাঁজা, ৭৪১ পিস নেশা জাতীয়  ইনজেকশন, ১৪৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ১১২ পিস নিষিদ্ধ ট্যাবলেট,  ১ পিস নিষিদ্ধ ঔষধ এবং ৯ প্যাকেট বিড়ি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি)। এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ  বদরুদ্দোজা, রংপুর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল এস এম খায়রুল আলম,  নীলফামারীর আর্মি ক্যাম্পের মেজর রাফায়েত আমিন আলবি, র্যাব-১৩ সিপিসি-২ স্টক কমান্ডার শেখ মাহফুজার রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।