রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

শিল্পকলা একাডেমি থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ


মিরহাজুল শিবলী প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

শিল্পকলা একাডেমি থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ


# ব্যাপক আকারে হস্তক্ষেপের অভিযোগ, ইঙ্গিত ফারুকীর দিকে

আমার বয়স হয়েছে, শিল্পকলার জন্য মন্ত্রণালয়ের হাত-পা ধরার দরকার নেই

- সৈয়দ জামিল আহমেদ

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তার বক্তৃতায় উঠে আসে বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা। তিনি বলেন, "দায়িত্ব নেয়ার পর আমার আর কোনো ব্যক্তিগত জীবন ছিল না, শতভাগ সময় ব্যয় করেছি শিল্পকলা একাডেমির জন্য। আমি কোনো ধরনের অর্থনৈতিক অনিয়ম করতে দিতে চাইনি। দায়িত্ব নেয়ার আগে শর্ত ছিলো সচিবালয় হস্তক্ষেপ করবে না। আসিফ নজরুল করেননি, তবে ইদানীং ব্যাপক হস্তক্ষেপ হচ্ছে। আমরা ১৬৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছিলাম, সেটা তারা দেয়নি, তারা মনে করে এটা তাদের নিজের টাকা, এভাবে বিতরণ শুরু করেছে তারা। আমার উদ্দেশ্য ছিলো শিল্পকলা একাডেমিতে প্রশাসনিক শৃঙ্খলা আসুক, অর্থনৈতিক সচ্ছলতা আসুক এবং মূল কাজ, শিল্পচর্চা, হোক। আমার বয়স হয়েছে, সত্তর বছর, এই বয়সে শিল্পকলা একাডেমির জন্য দশবার লড়াই করে, মন্ত্রণালয়ের হাত-পা ধরার আমার দরকার নেই।"

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের পর গত ৯ সেপ্টেম্বর সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে প্রজ্ঞাপন জারি হয়। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এই বছর ফোকলোরে বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছিলেন তিনি।