নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
রবিবার (২ মার্চ) বেলা ৩টায় ঢাবির ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ ও ঢাবি সংসদের সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাবি সংসদের আহ্বায়ক আব্দুল কাদের। এসময় কেন্দ্রীয় ও ঢাবি সংসদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের কর্মসূচি সম্পর্কে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, বাঙালি জাতির যত লড়াই সংগ্রাম আছে সেই লড়াই সংগ্রামের প্রতি গণতান্ত্রিক ছাত্র সংসদ শ্রদ্ধাশীল। সেই পরিপ্রেক্ষিতেই আজকের পতাকা দিবস উপলক্ষে আমাদের এই কর্মসূচি।
তিনি বলেন, ২৪-এর যে চেতনা ও ৭১-এর যে চেতনা সেই চেতনাকে সামনে রেখে গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনের লক্ষে কাজ করে যাবে।
এছাড়াও সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতার কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।