শুক্রবার, আগস্ট ১, ২০২৫
logo

আবারও বড় পর্দায় বিক্রম-শোলাঙ্কি জুটি


বিনোদন ডেস্ক প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

আবারও বড় পর্দায় বিক্রম-শোলাঙ্কি জুটি

ওপার বাংলার পরিচালক অরিত্র সেন পরিচালিত সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’ বক্স অফিসে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে অভিনয় করে বড় পর্দায় ফিরেছিলেন ধারাবাহিকের জনপ্রিয় জুটি বিক্রম চ্যাটার্জী-শোলাঙ্কি রায়।


আবারও এই সিনেমার সিক্যুয়েল ‘শহরের উষ্ণতম দিন টু’তে জুটি বাঁধছেন বিক্রম-শোলাঙ্কি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনিন্দিতা (শোলাঙ্কি) এবং ঋতবান (বিক্রম)-এর জীবনের গতি কোন দিকে বাঁক নিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প।
 

প্রতিবেদনে আরও বলা হয়, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। তবে এ বিষয় মন্তব্য করতে চাননি দু’জনের কেউই।


২০২৫ সালে এক গুচ্ছ ছবির শুটিং রয়েছে বিক্রমের। ‘রাস’, ‘মৃগয়া’ এবং ‘দুর্গাপুর জংশন’ মুক্তির অপেক্ষায়। অন্যদিকে পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘রান্না বাটি’র শুটিং শেষ করলেন শোলাঙ্কি। 


এরপরই ‘শহরের উষ্ণতম দিনে’র সিক্যুয়েলের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। এখানেই শেষ না এই বছর নাকি ‘পারিয়া টু’-এরও শুটিং শুরু করবেন বিক্রম।