সোমবার, আগস্ট ৪, ২০২৫
logo

বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা


আজকের বাংলা ডেস্ক প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা

আমদানিকৃত পণ্য নির্ধারিত সময়ের মধ্যে বন্দর থেকে সরিয়ে না নিলে আমদানিকারকদের তিনগুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।


মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঁদপুরের মেঘনা নদীতে এম ভি আল-বাখেরা নৌযান দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট রয়েছে। তবে শাকসবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে।


সরবরাহ ব্যবস্থায় কোনও ঘাটতি নেই উল্লেখ করে নৌ উপদেষ্টা বলেন, কোনও আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দিতে হবে।


এ সময় গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ছয় শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।