সোমবার, আগস্ট ৪, ২০২৫
logo

মধুপুরে খাদ্য তৈরির দুই কারখানায় ৭৫ হাজার টাকা জরিমানা


বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ১২:০৩ পিএম

মধুপুরে খাদ্য তৈরির দুই কারখানায় ৭৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের  মধুপুর উপজেলার টেংরী মৌজার দুটি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 


শনিবার (৮মার্চ) বিকেলে মধুপুর পৌরসভাধীন টেংরি গোরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করেন মধুপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। 


এসময় বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বুন্দিয়া, খুরমা, নিমকি তৈরিতে নিষিদ্ধ রং ও পোড়া তেলের ব্যবহার ইত্যাদি অপরাধে দুই ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৭৫ হাজার  টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ রঙের ব্যবহার বন্ধের নির্দেশ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়। 
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস দল।


পুরো রমজান মাস জুড়ে এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই আপোষহীন প্রশাসক রিফাত আনজুম পিয়া।