স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম
চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুবাই আন্তর্জাত্রিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে ভারতের সামনে লক্ষ্য ২৫২ রান। মাঝারি এই টার্গেট পার করতে পারলে তৃতীয়বারের মতো মিনি বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা ঘরে তুলবে ভারত। আর তা না হলে ২০০০ সালের পর প্রেস্টিজিয়াস এই ট্রফির ঠিকানা হবে তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ড।
শুধু ট্রফিই না, বিজয়ীদের জন্য থাকছে বিশেষ সম্মাননার সাদা ব্লেজার। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা যখন ফাইনালের শেষে ট্রফি নিয়ে সেলিব্রেশন করবেন, সেই সময় তাদের গায়ে দেখা যাবে সাদা রংয়ের ব্লেজার। কিন্তু ক্রিকেটের এই মঞ্চে বিশেষ এই পোশাক কেন? কীভাবে এলো এমন ধারণা?
শুরু থেকেই বিভিন্ন বদল নিয়ে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম নকআউট, পরে বাছাইপর্ব ধারণা পেরিয়ে এখন তা চলছে সরাসরি ৮ দলের অংশগ্রহণে। শুরু থেকে এই টুর্নামেন্টের জয়ী দলকে সাদা রংয়ের ব্লেজার দেওয়া হত না। এই ধারা শুরু হয়েছিল ২০০৯ সালে। এর আগে ১৯৯৮, ২০০০, ২০০২, ২০০৪ এবং ২০০৬ এই ৫ সংস্করণে চ্যাম্পিয়নদের সাদা রংয়ের ব্লেজার দেওয়া হয়নি।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা আসরে জয়ী দল অস্ট্রেলিয়াকে প্রথমবার দেয়া হয় এই সাদা ব্লেজার। মূলত মিনি বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেয় আইসিসি। এরপর এটি গায়ে চাপিয়েছে ভারত ও পাকিস্তান। চতুর্থ দল হিসেবে আজ সেটি পেতে পারে নিউজিল্যান্ড। আর ভারতের সামনে সুযোগ প্রথম দল হিসেবে দুইবার এই ব্লেজার নিজেদের করে নেয়ার।
জানা যায়, মুম্বাইয়ের ফ্যাশান ডিজাইনার ববিতা এমের মস্তিষ্কপ্রসূত ওই সাদা রংয়ের ব্লেজার। এটি তৈরি হয় ইতালিয়ান উলের সঙ্গে টেক্সার ও স্টাইপস দিয়ে। সাদা রংয়ের জ্যাকেটে সোনালি রংয়ের সুতো দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এমব্রয়ডারি করা থাকে।
২০০৯ সাল থেকে শুরু হলেও এরইমাঝে এটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতীক হয়ে উঠেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আইসিসিক পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিক শেয়ার করা হয়েছিল। যেখানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম এই ব্লেজার নিয়ে বলেছিলেন, ‘আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি সেরার সেরাদের তুলে ধরে। সাদা ব্লেজার এর গুরুত্বের পরিচয় দেয়।’