শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন


মোঃ মামুন মিয়া, নকলা প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয় ক্ষতি এই প্রতিপাদ্য নিয়ে নকলা উপজেলা পরিষদ হলরুমে ১০ মার্চ রোজ সোমবার ১০ঃ৩০ মিনিটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে  র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব দিপ জন মিত্র উপজেলা নির্বাহী অফিসার নকলা, শেরপুর।


উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ আসবেই তবে আমরা যদি পূর্ব প্রস্তুতি নিতে পারি তবে আমাদের উপজেলায় আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, এজন্য আমাদের পূর্ব পরিকল্পনা থাকতে হবে দুর্যোগ পূর্ব পরিকল্পনা, দুর্যোগ কালীল সময়, ও দুর্যোগ পরবর্তী কালীন সময়ে সঠিক পরিকল্পনায় চলতে পারলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমান অনেক কমে যাবে। নকলা পৌরঃ বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন নকলাতে ফায়ারসার্ভিসের অসম্পূর্ণ ভবন এবং জমি সংক্রান্ত সমস্যা থাকার কারনে নকলা উপজেলার মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে ফলে নকলা উপজেলাতে কোথাও অগ্নি সংযোগ হলে পার্শ্ববর্তী উপজেলা নালিতাবাড়ী অথবা শেরপুর থেকে ফায়ার সার্ভিসের সেবা নিতে হয় যার জন্য আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেড়ে যায়, তাই প্রশাসনকে তিনি অনুরোধ জানান অতি তাড়াতাড়ি এ সমস্যা সমাধান করে নকলাবাসীকে ফায়ার সার্ভিসের সেবা নিশ্চিত করতে।


আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান উপজেলা প্রকৌশলী, সহ আরও অনেকেই উপস্হিত ছিলেন।