শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক


রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসিদুর রহমান নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ী,  দেশীয় অস্ত্র, পার্সপোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।     


গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃত বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে  সন্দেহ  হলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর  দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর একটি টিম বাসিদুর রহমান নামের ভুয়া মেজর ও তার স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।


এ বিষয়ে জগন্নাথপুর  থানার অফিসার ইনচার্জ   মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে   সেনাবাহিনী   আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।