শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

"মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় ২ জন নিহত"


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

"মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় ২ জন নিহত"

ইউক্রেন মঙ্গলবার রাশিয়ার মস্কোসহ আশপাশের অঞ্চলে সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে। এসময় মস্কোর একটি মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৮ জন।


ড্রোন হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন।


রাশিয়ার অন্যতম বৃহৎ মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান মিরাটর্গ জানিয়েছে, ধ্বংসাবশেষ নিচে চাপা পড়ে তাদের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া মোট ৩৩৭টি ড্রোন ভূপাতিত করেছে। যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে এবং ১২৬টি কুর্স্ক অঞ্চলে।