শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
logo

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন জিয়াউদ্দীন হায়দার


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৮:০৩ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন জিয়াউদ্দীন হায়দার

স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়নবিশেষজ্ঞ জিয়াউদ্দীন হায়দারকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করেছে বিএনপি। সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কথা জানিয়েছেন।


বিএনপির একটি সূত্র জানিয়েছে, জিয়াউদ্দীন হায়দার এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ৩৫টির বেশি দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়ন উদ্যোগে কাজ করেছেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে, থাইল্যান্ডে খাদ্য ও কৃষি সংস্থায়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ডে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এবং অস্ট্রিয়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় কাজ করেছেন তিনি।