শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
logo

প্রথমবার একসঙ্গে হাবিব ও প্রীতম হাসান


বিনোদন ডেস্ক প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৮:০৩ পিএম

প্রথমবার একসঙ্গে হাবিব ও প্রীতম হাসান

প্রথমবারের মতো একসঙ্গে একটি গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুজন সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। ইনামুল তাহসিনের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এবারের ঈদের ইত্যাদির বিশেষ চমক হিসাবে থাকছেন তাঁরা। 


হাবিব ও প্রীতমের এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।


প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে এই দুই তারকা মনের আনন্দে নেচেগেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।