বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
logo

ফকিরহাটের ভৈরব নার্সিং পয়েন্টে দোয়া ও ইফতার মাহফিল


শেখ আসাদুজ্জামান, ফকিরহাট প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

ফকিরহাটের ভৈরব নার্সিং পয়েন্টে দোয়া ও ইফতার মাহফিল

বাগেরহাট জেলার ফকিরহাটের ভৈরব নার্সিং পয়েন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলটি মংগলবার (১১ মার্চ) ফকিরহাট রেলরোড রেনু মার্কেটে ভৈরব নার্সিং পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত হয়।


দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে গলদা ও বাগদা চিংড়ির রেনু পোনা নার্সিং ভিত্তিক সুস্থ সবল পোনা বিক্রির এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। 


নার্সিং পয়েন্টের স্বত্বাধিকারী শেখ রফিকুল ইসলাম এর আয়োজনে ও পরিচালক স্বেচ্ছাসেবক দল নেতা শেখ আ: সালাম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক শেখ শহীদুল ইসলাম, যুগ্ন আহবায়ক খান লিয়াকত হোসেন, কবীর হোসেন সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রেনু মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন হাফেজ শহীদুল ইসলাম।