শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
logo

বড়লেখায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন


বড়লেখা-জুড়ী প্রতিনিধি প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

বড়লেখায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের ভোলারকান্দি গ্রামে স্থাপিত অবৈধ ইটভাটা ‘নজরুল ব্রিকস’ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তা অপসারণ করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় পরিবেশ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় সেনা বাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইসিএ-তে অবস্থিত এই ইটভাটাটি অপসারণের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একাধিকবার নোটিশ দিলেও ভাটা মালিক উচ্চ আদালতের মেয়াদোত্তীর্ণ একটি রীট পিটিশনের দোহাই দিয়ে গত বছর পর্যন্ত ইটভাটায় ইট তেরী করেছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা মোতাবেক এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে তা গুড়িয়ে দেওয়া হয়েছে।