শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

বক্সিং কিংবদন্তী জর্জ ফোরম্যান আর নেই


ক্রীড়া ডেস্ক প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ১০:০৩ এএম

বক্সিং কিংবদন্তী জর্জ ফোরম্যান আর নেই

বক্সিং জগতের কিংবদন্তী ও মোহাম্মদ আলির বিখ্যাত প্রতিপক্ষ ‘বিগ জর্জ’ খ্যাত জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে এ খবর নিশ্চিত করে বলা হয়, “তিনি একজন অসাধারণ স্বামী ও পিতা ছিলেন।”

 

 

১৯৬৮ সালে অলিম্পিক স্বর্ণজয়ী ফোরম্যান ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ আলির কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন খেতাব হারান। তবে ২১ বছর পর ৪৫ বছর বয়সে মাইকেল মুরারকে হারিয়ে খেতাব পুনরুদ্ধার করে সবচেয়ে বয়স্ক হেভিওয়েট চ্যাম্পিয়নের রেকর্ড গড়েন। দু’বারের এই হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন প্রায় ৩০০ মিলিয়ন ডলার সম্পদ, বিশাল পরিবার ও বক্সিংয়ে স্মরণীয় অধ্যায় রেখে গেছেন।