বুধবার, এপ্রিল ৯, ২০২৫
logo

রাজনগরে এম. সাইফুর রহমান পরিষদের দোয়া ও ইফতার মাহফিল


জুয়েল আহমদ, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০৬:০৩ পিএম

রাজনগরে এম. সাইফুর রহমান পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

মৌলভীবাজারের রাজনগরে এম. সাইফুর রহমান পরিষদ মুন্সিবাজারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(২৪ মার্চ) মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এম. সাইফুর রহমান পরিষদের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল হক তালুকদারের পরিচালনায় হাফিজ কামরান হোসাইনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য দেন এম. সাইফুর রহমান পরিষদের মুখপাত্র ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের আহমদ জুবের। 

এসময় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বর্তমান ইউপি সদস্য হেলাল আহমেদ, নূরুল আমিন খান, জেলা যুবদল নেতা গৌদুজ্জামান শিপন, মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, বি.এন.পি নেতা সাব্বির হোসেন সাইফুল, যুবনেতা রেজাউল করিম।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বর্তমান ইউপি সদস্য বেলাল আহমদ, জমির উদ্দিন, জবর আলী, হাজী খসরু মিয়া, আকদ্দছ মিয়া, ফেরদৌস আহমদ বানাই, আব্দুস সবুর, মুন্সিবাজার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, মুজিব মিয়া, কারা নির্যাতিত ছাত্রনেতা আলমগির হোসেন, রাজীব আহসান প্রমুখ। 

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মি সহ প্রায় সহস্রাধিক সাধারন জনগনের উপস্থিতি ছিল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের রূহের মাগফিরাত কামনার মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।