শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

ধনবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মো: পলাশ ইসলাম, ধনবাড়ী, টাঙ্গাইল প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০১:০৩ পিএম

ধনবাড়ী  উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার (২৫মার্চ) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর উদ্যৌগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধনবাড়ী  সরকারী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আয়েন উদ্দিন। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. মোহাম্মদ আলী। তিনি বলেন, মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত ধনবাড়ী ও মধুপুরের মানুষের পাশে থাকতে চাই। দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে চাই।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল। ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসরাফ হোসেন।


ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো: আব্দুল বাতেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠন সহ প্রায় কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থকগন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে দোয়া করে থাকেন ধনবাড়ী কেন্দ্রীয় মসজিদের প্রেস ইমাম জাকারিয়া।