শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

যথাযথ মর্যাদায় ঘাটাইলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত


নাজমুল আদনান, টাঙ্গাইল প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০১:০৩ পিএম

যথাযথ মর্যাদায় ঘাটাইলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সারাদেশের ন্যায় টাংগাইলের ঘাটাইল উপজেলায়  যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির এবং জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।  সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ  শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া  করা হয়। 


এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পরে ঘাটাইল  সরকারী জি.বি.জি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ  মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শারিরীক কসরত ডিসপ্লে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন ব্যাজ পড়ানো ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 


এ সময়  মোঃ আবু সাঈদ উপজেলা নির্বাহী অফিসার ঘাটাইল তিনি বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জীবনে এক অনন্য গৌরবময় দিন। গৌরবোজ্জ্বল মহিমায় ভাস্বর, স্বর্ণোজ্জ্বল এ দিনটিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মারণ করছি সকল শহিদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠকসহ সম্ভ্রম হারানো মা-বোনদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকার একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণই হোক মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ সাবরিন আক্তার, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রকিবুল ইসলাম, ওসি তদন্ত সজল খান, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান মনির, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।