বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
logo

মেকাপ করানো অনেক ধৈর্য্যের কাজ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম

মেকাপ করানো অনেক ধৈর্য্যের কাজ

শোবিজ অঙ্গনের ঝলমলে দুনিয়ায় প্রত্যেক তারকাকে আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য যে সমস্ত অত্যাবশ্যকীয় জিনিস প্রয়োজন হয় তার মধ্যে মেকআপ হচ্ছে অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। মেকাপের মাধ্যমে তারকারা নিজেদের আরো বেশি আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে। গ্ল্যামার এর প্রতিযোগিতায় তারকাদের আরো আকর্ষণীয় করে তোলার কারিগর হচ্ছে মেকআপ আর্টিস্ট। একজন মেকআপ আর্টিস্ট তার শৈল্পিক দক্ষতার মাধ্যমে তারকাদের আরো আকর্ষণীয় এবং দর্শক হৃদয়ে জায়গা করে নিতে সহায়তা করেন।

বাংলাদেশের তরুণ প্রজন্মের ঝোঁক বাড়ছে এ পেশায়। একজন মেকআপ আর্টিস্ট যেমন তার স্বৈল্পিক দক্ষতার মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে ঠিক তেমনি একজন সফল উদ্যোক্তা ও হতে পারে। তাই দিন দিন এই পেশার প্রতি ঝোক বাড়ছে বাংলাদেশের তরুণ প্রজন্মের। ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরের থেকে প্রশিক্ষণ নিয়ে মেকআপ আর্টিস্ট হিসেবে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা কাজ করছেন দেশী-বিদেশী বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে।

আজকের বাংলার প্রতিনিধি মো: জুনায়েদ 
এর সঙ্গে কথা বলেছেন উদীয়মান মডেল ও মেকআপ আর্টিস্ট সোনিয়া শাহনাজ


আজকের বাংলা : “প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ জন্মদিন।” কেমন আছেন?
সোনিয়া : অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজকের বাংলা : আমরা দেখেছি আপনি মেকাপ নিয়ে কাজ করে নিজের একটা পরিচিতি তৈরি করেছেন এবং বেশ কিছু ব্রান্ডের সাথে মর্ডেল হয়েও কাজ করেছেন।শুরু থেকে এখন পর্যন্ত আপনার যাত্রা কতটুকু সহজ/কঠিন ছিলো?
সোনিয়া : আমার যাত্রাটা খুব একটা সহজ ছিলো না।
আসলে ছোট বেলা থেকে সাজগোজ এর প্রতি আমার অন্য রকম একটা ভালো লাগা কাজ করতো। আমি আমার আশেপাশের মানুষ গুলোকে বিভিন্ন উৎসবের সময় সাজিয়ে দিতাম। একটা সময় তারা নিজ থেকেই আমার কাছে চলে আসতো সাজার জন্য। একটা সময় মনে হলো আমার উচিত এটাকে প্রফেশনালি নেয়া এবং এর পর মেকআপের উপর প্রশিক্ষণ নেয়া শুরু করলাম। তবে ফ্যাশেন ইন্ডাস্ট্রিতে এই পর্যন্ত আসতে অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে আমার আর এখনও লড়ে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে আশা করছি।
আজকের বাংলা : মেকআপ নিয়ে কাজ করে আপনি নিজেই এখন স্বাবলম্বী।আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।
সোনিয়া : আসলে প্রত্যেকটা মানুষেরই স্বাবলম্বী হওয়া উচিত। দিনশেষে নিজের কর্মসংস্থান এর জায়গা নিজেই তৈরি করা ব্যপারটা সহজ নয় যদি নিজ প্রফেশনের জায়গাটাতে ভালো লাগা কাজ না করে। আলহামদুলিল্লাহ আমার সবকিছুই জন্যই। ভবিষ্যতে আমি আরো ভালো ভালো কাজ করতে চাই এবং নিজেই যেন আরো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি এই প্রচেষ্টায় নিজেকে তৈরি করে যাচ্ছি।
আজকের বাংলা : যারা এই প্রফেশনে কাজ করতে আগ্রহী এবং নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? 
সোনিয়া : আসলে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে তৈরি করতে গেলে প্রথমত অবশ্যই তাকে কাউকে সাজানো ব্যপারটাকে ইনজয় করতে হবে এবং অনেক ধৈর্যশীল হতে হবে। মানুষকে সাজানোটা অনেক ধৈর্যের কাজ। যারা এই প্রফেশনে কাজ করতে আগ্রহী তাদের উচিত হবে ভালো কোথাও মেকআপের উপর ট্রেনিং নিয়ে টুকটাক করে হলেও কাজ শুরু করে দেয়া। আসলে যে কোন প্রফেশনে কাজ করতে গেলে প্রথমে শুরু করতে হবে সেটা যত ছোট করেই হোক না কেন। যখন আপনি হাটা শুরু করবেন তখন আপনাকে পথ চিনতে হবে না, পথ নিজেই আপনাকে চিনিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দিবে। লক্ষ্য যদি সঠিক হয় সফলতা আসবেই ইনশাআল্লাহ্।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।