বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল এএসপি হলেন শাকিল


শরিফুল ইসলাম, ফরিদপুর প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম

ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল এএসপি হলেন শাকিল

 

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান শাকিল। আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে জেলার নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নগরকান্দা-সালথা সার্কেলের দুই থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ফরিদপুরের পুলিশ লাইন্সের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় নগরকান্দা-সালথা সার্কেলের এএসপি আসাদুজ্জামান শাকিলকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।