শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
logo

রাজনগরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা


রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ পিএম

রাজনগরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা এলাকায় মনু নদীর (১ম খণ্ড) বালুমহালে ইজারা বহির্ভূতভাবে বালি উত্তোলন ও পরিবহনের অভিযোগে চারজনকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

 

সোমবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ), ১১ ধারা লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারায় পৃথক দুটি মামলায় এ দণ্ড প্রদান করা হয়।

 

জরিমানাপ্রাপ্তরা হলেন- পূর্ব নন্দীউড়া গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন (২২), কয়েছ আহমেদ এর ছেলে জুনেদ আহমদ (২৪), মোঃ আসমত আলী এর ছেলে মোঃ সেলিম উদ্দিন (৩০), ছুফি আহমদ এর ছেলে জুয়েল আহমেদ (৩৫)। 

 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, বালুমহাল ও নদী ব্যবস্থাপনায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।