মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
logo

ড. এনামুল হক চৌধুরীকে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৫, ১২:০৭ এএম

ড. এনামুল হক চৌধুরীকে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের সংবর্ধনা

নবগঠিত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুশিয়ারাপাড়ের ক্রিকেটারদের সংগঠন কুশিয়ারা ক্রিকেট কাউন্সিল (কেসিসি)। 

সোমবার (৩০ জুন) সিলেটের আল-হামরা শপিং কমপ্লেক্সের রিচমন্ড হোটেলে এ মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়। 

মতবিনিময় সভায় কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের সভাপতি ডা. আব্দুর রাউফের নেতৃত্বে কুশিয়ারা পাড়ের ক্রিকেট খেলার মানোন্নয়ন ও ড. মোহাম্মদ এনামুল হক সিলেট বিভাগীয় স্পোর্টসের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় ডা. আব্দুর রাউফ কুশিয়ারাপাড়ের খেলাধুলার উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

ড. এনামুল হক চৌধুরী পদক্ষেপগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি কুশিয়ারাপাড় তথা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সামগ্রিক অগ্রগতির জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। 

একজন চিকিৎসক হিসেবে ডা. আব্দুর রাউফ স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিষয়গুলো তিনি গুরুত্ব সহকারে বিবেচনায় নেন। 

শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন ডা. গাজী সাবিরুল্লাহ, ডা. নাফি, ডা. অর্নব, ডা. ফজলে রাব্বী, কুশিয়ারা পাড়ের ক্রিকেটার সেজান, মাছুম, মনসুর, তানজির, কারিম, আজহার, ইমরান, মাহমুদ, এনার, রাকিব, সানীসহ আরও অনেকে।