নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪, ০৬:১১ পিএম
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় আদালতে জামিনে মুক্তি না দিয়ে চট্টগ্রাম কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
পরিষদ বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলা ও লাঠিচার্জের ঘটনার ধিক্কার জানিয়েছে। ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে প্রভু চিন্ময়ের অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে এবং তাঁর আশু কারামুক্তির দাবিতে আগামী শনিবার সারা দেশে শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের অংশ হিসেবে দেশের প্রতিটি সংখ্যালঘু পরিবারে সকাল-সন্ধ্যা উপবাস এবং একই সঙ্গে প্রতিটি উপাসনালয়ে প্রার্থনানুষ্ঠানের আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে।