মোঃ আনোয়ারুল কিবরিয়া প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:১১ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন নরসিংদী জেলায় রায়পুরায় এলাকার জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস (২৬), তাদের সাত বছর বয়সী ছেলে দ্রুব বিশ্বাস ও পাঁচ বছর বয়সী মেয়ে কথা বিশ্বাস। জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। পৌর শহরের রানীর বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান , খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, জনি বিশ্বাসের মরদেহটি ঝুলন্ত অবস্থায়, তার স্ত্রী নিপা রাণী বিশ্বাসের মরদেহটি জবাই করা ও বাচ্চা দুটি শ্বাসরুদ্ধ করা মৃত দেহ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।