গাজীপুর প্রতিনিধি: প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:১১ পিএম
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সুরাবাড়ি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের তথ্য সংগ্রহ করতে যাওয়া ও ঘটনাস্থলে অনুপস্থিত সাংবাদিকদের নামে কাশিমপুর থানার মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গাজীপুরে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন ও গাজীপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
মানববন্ধন চলাকালে সংবাদ সংস্থা এনএনবি’র সম্পাদক জুলীয়াস চৌধুরীর সভাপতিত্ত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তদন্ত না করে সাংবাদিকদের নামে মামলাটি গ্রহণ করায় পুলিশের পক্ষপাতিত্বের বিষয়টি স্পষ্ট হয়েছে। বক্তারা সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানোয় জড়িত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মানববন্ধন থেকে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে সম্পূর্ণরূপে প্রত্যাহার করার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে অল্টিমেটাম দেওয়া হয়।
মানববন্ধন চলাকালে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনকি সকালের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুছা খান রানা, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক কন্ঠবাণীর সম্পাদক জান-এ-আলম, দৈনিক ভয়েস অফ এশিয়ার স্টাফ রিপোর্টার এম. এ ফিরোজ (লাভলু), গাজীপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন বকুল, মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সাংবাদিকরা জানতে পারেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় ২১ নভেম্বর রাতে মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রোজেন ফুড শাখার পারচেজ অফিসার মো. শামীম হোসেন বাদী হয়ে একটি মামলা [নম্বর: ২৪/২৪০ (55GNM)] দায়ের করেছেন। মামলায় দৈনিক জনবাণী পত্রিকার গাজীপুর প্রতিনিধি নাশিদ আহমেদ তুষার, কাশিমপুর থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল আহাম্মেদ প্রধানিয়া, দৈনিক স্বাধীন বাংলার মো. হাসমত হাসু, দৈনিক কণ্ঠবানীর নসির উদ্দিনকে আসামি করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার খোরশেদ আলম ও কাশিমপুর থানা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন ফারুককে আসামি করা হয়।