বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে র‍্যালী।


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৮:১১ পিএম

নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে র‍্যালী।

 

 

অদ্য ২৬ নভেম্বর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ স্মরণে ও  আহতদের সুস্থতা কামনায় র‍্যালী অনুষ্ঠিত হয়।

জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা কোমলমতি শিক্ষার্থীদের মনের দর্পনে সম্মুন্নত রাখার প্রয়াসে র‍্যালীটি কচাকাটা হাইস্কুল মাঠ,সরকারী হাস পাতাল,কচাকাটা বাজার প্রদক্ষিন করে। র‍্যালীটির দিক নির্দেশনায় ছিলে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান কবীর ও সকল সহকারী শিক্ষক বৃন্দ।

র‍্যালী শেষে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, ধর্মীয় সংগীত, হামদ ও নাত পরিবেশন করা হয়।
জুলাই গন অভ্যুত্থানে সকল শহীদ গণের আত্মার মাগফেরাত কামনা ও  আহতদের  দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।