বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ


মনজুরুল হক, নালিতাবাড়ী প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

 

 

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জের আওতায় বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে মধুটিলা রেঞ্জ কার্যালয় এসব চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ।
বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন হাতি মানুষ দ্বন্দ্ব নিরশনে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে।


তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা কেউ হাতিকে মারতে যাবেন না।


একটি হাতি মারা গেলে আপনাদের নামে মামলা হবে। আপনারা হয়রানির শিকার হবেন। আপনাদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া হবে।
এ সময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, অন্যান্য বন কর্মকর্তা কর্মচারী ও ১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৬ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরন করা হয়।