তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম
- জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে নওগাঁর পত্নীতলায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত আল নাফিজ সহ সকল কর্মকর্তা, ছাত্র জনতা, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।