বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

হোসেনপুরে নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা 


আশরাফ আহমেদ হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম

হোসেনপুরে নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা 

 


কিশোরগঞ্জের হোসেনপুরে নবাগত ইউএনও কাজী নাহিদ ইভার সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর সহযোগী সংগঠন, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও  কাজী নাহিদ ইভা উপজেলার আইনশৃংখলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা  কামনা করেন। ইভটিজিং, মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কেহ যাতে  বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখে  আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সহযোগিতা কামনা করেন। কেহ যাতে আইন নিজের হাতে তোলে না নেয় সে আহ্বান ও রাখেন। সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের সঞ্চালনায়  এ সময় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মারুফ হোসেন, জেলা বিএনপির কৃষকদলের সাধারণ সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম,  হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জহির রায়হান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা প্রমুখ।