শরিফ উদ্দিন, শেরপুর প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে শাহ শিবলী সাদিক যোগদান করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নিকট যোগদান করেন। নবাগত এ পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন কর্মকর্তা ৩১ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে কর্মরত ছিলেন।