ইমরান সিকদার ,তালতলী বরগুনা প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:১১ পিএম
বরগুনার তালতলীতে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আল ইমরান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই- আগস্ট নিহত ও আহত পরিবারের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে এ উপজেলায় মোট ২ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন অনেক জন। শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দল আর্থিকভাবে সহায়তা করেছেন। সরকারিভাবে সহায়তা করা হবে। তালতলীতে শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদদের ছবিসহ পূর্নাঙ্গ পরিচয়ের ফলকনামা উপজেলার বিভিন্ন যায়গায় তৈরী করে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়। বক্তব্য শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।