বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবিতে শেরপুরে বিক্ষোভ


শরিফ উদ্দিন, শেরপুর প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:১১ পিএম

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবিতে শেরপুরে বিক্ষোভ





আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে শেরপুরে আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ।  
২৭ নভেম্বর বুধবার দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির ভবন চত্বর থেকে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা আদালত চত্বর পদক্ষিণ করে।  
বিক্ষোভ মিছিল শেষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় গেইটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নূরে আলম হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও দুদক পিপি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, নারী ও শিশু দমন আদালতের স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, এডভোকেট হারুন অর রশিদ বাচ্চু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় দাসকে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করায় স্থানীয় ইসকনের লোকজন বিক্ষুদ্ধ হয়ে আদালত প্রাঙ্গণে এক নৈরাজ্য সৃষ্টি করে। এসময় তারা আইনজীবী ও পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীদের তান্ডবে বেশকিছু আইনজীবী ও পুলিশ আহত হয়। ইসকনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। বিক্ষোভ সমাবেশে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। এছাড়াও ইসকনকে জঙ্গী সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবিও জানান সমাবেশে অংশগ্রহণকারী আইনজীবীগণ।