বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিয়েছে পাঁচ শতাধিক স্ট্রোক রোগী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৭:১১ পিএম

এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিয়েছে পাঁচ শতাধিক স্ট্রোক রোগী




বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সফলভাবে পাঁচ শতাধিক স্ট্রোক রোগীর চিকিৎসা সম্পন্ন করেছে। যাদের মধ্যে ১৫ জনের জীবন থ্রম্বোলাইসিস পদ্ধতির মাধ্যমে রক্ষা করা হয়েছে। এই সাফল্য নিউরোলজিক্যালসহ সব রকম উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটালের প্রতিশ্রুতির প্রতিফলন।

আজ (২৭ নভেম্বর) হসপিটালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সাফল্য উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নিউরোলজি কনসালট্যান্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন; নিউরোলজি কনসালট্যান্ট ডা. সোমেন চৌধুরী এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামির সিং প্রমুখ। সেখানে চিকিৎসক ও স্ট্রোক থেকে সুস্থ হওয়া রোগীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

সংবাদ সম্মেলনে সামির সিং বলেন, “আজকের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্য আমাদের সময়োপযোগী ও উন্নত চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতিফলন বলে আমি মনে করি। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।”

ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “স্ট্রোক চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে থ্রম্বোলাইসিসের মতো চিকিৎসায় রোগীর জীবন রক্ষার পাশাপাশি ভালো ফলাফলও নিশ্চিত হতে পারে। তাই স্ট্রোকের পর রোগীকে তাৎক্ষণিক চিকিৎসার আওতায় আনতে সবাইকে সচেতন হতে হবে।”

ডা. সোমেন চৌধুরী বলেন, “স্ট্রোকের চিকিৎসা শুধু জীবনই বাঁচায় না, এটি নতুন জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে আশাবাদী করে তোলে। আমাদের সমন্বিত চিকিৎসা পদ্ধতি জরুরি সেবা প্রদান থেকে শুরু করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া পর্যন্ত রোগীদের সার্বিক সহায়তা প্রদানে বদ্ধ পরিকর।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম উন্নত স্ট্রোক চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন সেবা প্রদানে সর্বদা সচেষ্ট। চট্টগ্রামের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক থেকে শুরু করে দক্ষ কর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।