কামরুল হাসান, চট্টগ্রাম প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০৭:১১ পিএম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকায় ইসকনের সমর্থনে মিছিল থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
২৬ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১ টা নাগাদ নগরীর পাহাড়তলীর সরাইপাড়া থেকে পুলিশসহ যৌথবাহীনির একটি টিম তাদের গ্রেপ্তার করা হয়। তারা নাশকতার উদ্দ্যেশ্যে বেশ কিছুদিন যাবত সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল।
আটকরা হলো- যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু হেনা (৪২), সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল ইসলাম (৩৪), মিরসরাই ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ (৪৮), সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইয়াছিন উল্লাহ (৪৪)।
পাহাড়তলী থানা পুলিশ বলেছে, রাতে তারা সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পাহাড়তলী থানা পুলিশসহ যৌথবাহিনী গিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ আরও জানান, তারা বেশ কিছুদিন যাবত নগরীর বিভিন্ন জায়গায় নাশকতার করার পরিকল্পনা করে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবেরের বাসায় অবস্থান করছিল।