বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

হোসেনপুরে থামছেই না গরুচুরি: রাত জেগে কৃষকের পাহারা।


হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৩:১১ পিএম

হোসেনপুরে থামছেই না গরুচুরি: রাত জেগে কৃষকের পাহারা।


 কিশোরগঞ্জের হোসেনপুরে থামছেই না গরু চুরি । ফলে কৃষকদের রাত জেগে নির্ঘুম রাত পোহাতে হচ্ছে। শীত আসার আগেই গরু চুরি বেড়ে গেছে।  গরু চুরি প্রতিরোধে এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত মঙ্গলবার রাতে উপজেলার পুমদী ইউনিয়নের হরিশচন্দ্র পট্রির কৃষক মো.আ: সামাদ রাসেল মিয়ারা বসত বাড়ির গোয়াল ঘর থেকে ৩ টি গরু চুরি করে ।চোরেরা পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় রাত ২ টার দিকে এক পথচারী দেখে ডাক চিৎকার করলে চোরেরা পুর্ব থেকে গাড়িতে ওঠানো দেড় লাখ টাকা মূল্যের একটি চার মাসের গাভীন ( অন্ত:স্বত্বা) ফ্রিজিয়াম জাতের অষ্টেলিয়ান গাভী নিয়ে পালিয়ে গেলে অন্য ২ টি রেখে পালিয়ে যায়।  অপর দিকে ওই ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামে থেকে নভেম্বর মাসের ১৫ তারিখ কৃষক মো. মাহফুজ মিয়ার বসত বাড়ির গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি হয়। এ বিষয়ে কৃষকের গরুগুলো খোঁজাখুঁজি করে না পেয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও সেগুলো অদ্যাবধি কোন খোঁজ মিলে নাই।  এভাবে গরু চুরির একাধিক ঘটনা ঘটলেও  এর সাথে জড়িত অনেক চোরকে পুলিশ ইতি মধ্যে গরুচুরিসহ হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করলেও কিছুতেই থামছে না গরু চুরি।  

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গরু চুরি অতীতে ছিলো এখনও আছে। আমি  এ উপজেলায় নতুন যোগদান করেছি।  আমাদের জনবল কম থাকায় সব এলাকায় শুধুমাত্র পুলিশের পক্ষে তা রোধ করা সম্ভব নয়। যে জন্য কৃষকদের সজাগ থেকে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। তবু যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি কীভাবে গরু চুরি রোধ করা যায়।

বার্তা প্রেরক:

আশরাফ আহমেদ 

হোসেনপুর কিশোরগঞ্জ