বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

ঝিনাইগাতীতে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

ঝিনাইগাতীতে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু




শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার  সারিকালি নগর গ্রামে সিনথিয়া খাতুন (৪) নামে এক শিশু নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ ২৭ নভেম্বর সন্ধায় নানা হাফেজ উদ্দিনের সারি কালিনগরের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সিনথিয়া খাতুন ঝিনাইগাতী উপজেলার পাইকুরা গ্রামের সোহেল মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইগাতী উপজেলার পাইকুরা গ্রামের সোহেল মিয়া ও তার স্ত্রী তাদের একমাত্র সন্তান সিনথিয়াকে নানা হাফেজ উদ্দিনের সারি কালিনগরের বাড়িতে রেখে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতে যায়। আজ ২৭ নভেম্বর বিকেলে খেলার জন্য বাড়ি থেকে বের হয় সিনথিয়া। কিন্তু সন্ধার পরেও বাড়ি না ফেরায় সবাই তাকে খোঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর থেকে শিশু সিনথিয়াকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এব্যাপারে ঝিনাইগাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমীন শিশু সিনথিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 


শাহরিয়ার শাকির 
শেরপুর জেলা।