জাহিদ শিকদার, পটুয়াখালী প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ কতৃপক্ষের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাউফল সরকারি কলেজে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আন্দোলনে নিহত বাউফল উপজেলার ৬জন শহিদসহ সকল শহিদ ও আহতদের জন্য কোরআন তেলোয়াত ও দোয়া করা হয় এবং
অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও আন্দোলনের পেছনের কারণ, ঘটনার শুরু এবং বিজয় সংক্রান্ত বিষয়ক নানামুখী বিষয় আলোচনা করা হয়েছে।
বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তারা তরুণ প্রজন্ম বৈষম্যের বেড়াজাল থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে দীর্ঘ একমাস লড়াই করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। শিক্ষার্থীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে সকলকে নিজের যায়গা কাজ করার আহবান জানান