শনিবার, আগস্ট ২, ২০২৫
logo

আদালত অবমাননার অভিযোগ শাহজাদপুর থানার ওসিকে আদালতে তলব


এম এ  হান্নান শাহজাদপুর সিরাজগঞ্জ প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম

আদালত অবমাননার অভিযোগ শাহজাদপুর থানার ওসিকে আদালতে তলব

 


* ওসির বিরুদ্ধে পুলিশ আইনে শাস্তিযোগ্য আইনের অপরাধ
*  মামলার রেকর্ডের জন্য আদালতের  ০৭ কার্য দিবসের আদেশ  অমান্য 
*স্ব-শরীরে ওসিকে হাজিরের নির্দেশ
*পুলিশ সুপার বরাবর আদেশের অনুলিপি প্রেরণ 

আদালতের আদেশ অবজ্ঞা, অশ্রদ্ধা ঔদ্ধত্য প্রকাশ করে আইনগত অন্যায় ও গুরুতর অবহেলা  করার অভিযোগে সিরাজগঞ্জের   শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) মো. আছলাম আলীকে স্ব-শরীরে  আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

আদেশ প্রাপ্তি স্বাপেক্ষে  ০৭কার্য দিবসের মধ্যে মামলা রেকর্ড করে  আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ থাকলেও ওসি মামলা রেকর্ড না করে  আদালতের আদেশ   অমান্য করে সময় ক্ষেপণ করলে বাদী পক্ষের আইনজীবী আ: আজিজ আনছার আদালতের নজরে এনে শুননী করে।  শুনানী  অন্তে মঙ্গলবার (২৬ নভেম্বর) শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী  এ আদেশ দেন। 

 বৃহস্পতিবার  (২৮ নভেম্বর) শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ব্রেন্চ সহকারি মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


জানাগেছে  ২৭ অক্টোবরে শাহজাদপুর আমলী আদালতের পিটিশন ২৯৭/২৪ নং মামলার বাদি ঝর্ণা খাতুন, মো. আলম শেখসহ দুজনের বিরুদ্ধে শাহজাদপুর আমলী আদালতে মামলা দায়ের করলে আদালত  বাদীর নালিশটি থানায় পাওয়া মাত্র প্রাথমিক তথ্য হিসাবে গন্য করে মামলা রেকর্ড করে পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য শাহজাদপুর থানার ওসিকে আদেশ দেন।গত ৫ নভেম্বরে আদালতের আদেশ থানায় পৌঁছানোর হয়। আদালতের আদেশ সম্যকভাবে অবগত হয়ে দীর্ঘিদন পরেও থানার সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতের আদেশ প্রতিপালন না করে আদালতের আদেশের প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধা এবং ঔদ্ধত্য প্রকাশ করে আইনগত অন্যায় ও গুরুতর অবহেলা করেছে মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়ে।  আদালতের  আদেশ অমান্য  অবজ্ঞা অশ্রদ্ধা  ঔদ্ধত্য প্রকাশ যা পুলিশ আইনের ১৮৬১ এর ২৯ ধারা ও ফৌজদারি কার্যবিধি ৪৮৫ ধারার বিধানমতে শাস্তিযোগ্য অপরাধ।

শাহজাদপুর থানার ওসি আগামী ২ডিসেম্বরে লিখিত ব্যাখাসহ  স্ব শরীরে আদালতে  হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে যা আদেশে উল্লেখ করা হয়েছে। 


আদেশের অনুলিপি পুলিশ সুপার সিরাজগঞ্জ ও অতিরিক্ত  পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল বরাবর  প্রেরণ করতে দেওয়া হয়েছে।

এম এ হান্নান 
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি