বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

চিন্ময়কাণ্ডে  দ্বিতীয় দিনের মত অচল চট্টগ্রাম আদালত, তিন মামলায় ৩৩ জন গ্রেপ্তার

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আইনজীবী নেতার


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম

চিন্ময়কাণ্ডে  দ্বিতীয় দিনের মত অচল চট্টগ্রাম আদালত, তিন মামলায় ৩৩ জন গ্রেপ্তার

 

 

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের অচল চট্টগ্রাম আদালত। বৃহস্পতিবার সকাল থেকে আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করেননি আইনজীবীরা। এদিন এজলাসে কোনো মামলার শুনানি হয়নি। ফলে বিচারিক কার্যক্রমও স্থগিত ছিল। তবে আইনজীবীদের চেম্বারে মামলার বিভিন্ন বিষয় নিয়ে আসছেন সাধারণ মানুষ।

এদিকে হিন্দু জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবীর  সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে  তিনটি মামলা হয়েছে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা গেছে, যাঁরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে ‘ইসকন নেতা’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে আদালত প্রাঙ্গণের ঘটনা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী নেতা নাজিম উদ্দিন চৌধুরী। পুরো ঘটনার পেছনে পুলিশের ইন্ধনও দেখছেন তিনি। চিন্ময়কে প্রিজনভ্যানে তোলার পর পুলিশের নিস্ক্রিয়তা, প্রিজনভ্যানে চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল— তিনি তারও জবাব চেয়েছেন। আইনজীবী আলিফকে হত্যার সময়ে ‘জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, আর্মি, বিজিবি ছিল’ উল্লেখ করে তাদের কেন ডাকা হয়নি তা নিয়েও প্রশ্ন রেখেছেন। এমনকি এসবের জন্য পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছেন, নইলে টেনে হিঁচড়ে নামানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে অনুষ্ঠিত মানববন্ধনে এসব প্রশ্ন রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির শীর্ষ এ নেতা। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, নিপীড়ন বিরোধী আইনজীবী সমাজসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও যোগ দেন।