নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম
মর্নিং স্টার কিন্ডারগার্টেন স্কুলে বিগত বছরের ন্যায় ২০২৪ ক্রীড়া প্রতিযোগিতা- পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার কাতালগন্জ মর্নিং স্টার কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান মারুফ বিল্লাহ জাবেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার সুবাইতা ইশরাত,কো অর্ডিনেটর জান্নাতুল নাঈমা,এই ছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষিকা হোসনে আরা বেগম, সুলতানা খুকু,নাফিজা সুলতানা,সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার ,অভিভাবক মিঠুন সিংহ সহ স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে ইন্জিনিয়ার সুবাইতা ইশরাত বলেন, মর্নিং স্টার কিন্ডারগার্টেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উনুক্ত একটি অনন্য শিক্ষা প্র্রতিষ্ঠান। ১৯৮১ সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে হাঁটি-হাঁটি পা-পা করে বর্তমানে চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানায় একটি বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখে চলছে এই প্রতিষ্ঠান। যুগের চাহিদা এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে এই বিদ্যালয়ে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলি পরিচালিত হয়। সহপাঠক্রমিক কার্যাবলির মধ্যে কম্পিউটার ক্লাস, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাহিত্য ও , খেলাধুলা, বার্ষিক শিক্ষা সফর। সর্বোপরি নিরাপদ সুশৃঙ্খল, মনোরম, পরিবেশ হচ্ছে এই বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য।
আমাদের একান্ত অনুরোধ প্রতিদিন আপনাদের সন্তানের বিদ্যালয়ে উপস্থিতি, বাড়ির কাজ আদায়, লেখাপড়া মনোযোগিতা ইত্যাদি অগ্রগতির বিষয়ে আপনি ডায়েরির মাধ্যমে জানার সুস্পষ্ট নির্দেশনা অনুসরণ করুণ।