শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

পিরোজপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবি


এম এ মুন্না, পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম

পিরোজপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবি


ভারতীয় মদদপুষ্ট সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা, মসজিদ ভাংচুর, কোরআন শরিফ পোড়ানো সহ রাষ্ট্রদ্রোহী সকল কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পরে পিরোজপুরে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় সমাবেশ হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগানে ইসকন নিষিদ্ধের দাবি উঠে।

এ সময় বক্তারা বলেন, ইসকন নিষিদ্ধের দাবি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুতই করতে হবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসকন এর নামে ভারতীয় আগ্রাসন কারিরা আমাদের দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা তাই ইসকন নিষিদ্ধের দাবি করছি।