বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

ফকিরহাটে মস্তিস্ক বিকৃত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০৬:১১ পিএম

ফকিরহাটে মস্তিস্ক বিকৃত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার




বাগেরহাটের ফকিরহাটে একজন মস্তিস্ক বিকৃত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাটাখালী যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফকিরহাটের কাটাখালী সহ আশেপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। সড়কের পাশে তিনি বিভিন্ন স্থাপনার সামনে শুয়ে থাকতেন। মানুষ দয়া করে কিছু দিলে তিনি তা খেতেন। শুক্রবার রাতের কোন এক সময় তার আকস্মিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা।
ফকিরহাট ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস বলেন, একজন মস্তিস্ক বিকৃত অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনা উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোহাল প্রতিবেদন তৈরী করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিদুল কবরস্থানে দাফন করা হবে। তবে তিনি কিভাবে মারা গেয়ে ময়না তদন্ত প্রতিবেদন আসলে এর মুত্যুর কারন জানা যাবে।