বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন 


জাহিদ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন 

 

 

কুড়িগ্রামের সোনহাট স্থলবন্দর ব্যবসায়িদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি তে  ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক ও ইছাহাক আলীকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক।

উল্লেখ্য - সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সাথে সাথে সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি কারক সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা কার্যালয়ে না আসায় ব্যবসায়ী কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত ও ক্ষতিগ্রস্ত হয়ে সংগঠনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমদানি-রফতানি কার্যক্রমে। মুখ থুবড়ে পড়ে সরকারের রাজস্ব আদায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণ ব্যবসায়ীরা গত ২৭ নভেম্বর (বুধবার) বিকেলে বিশেষ এক জরুরি সভার আহ্বান করেন। সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো।কিন্তু বি এন পি র দুই গ্রুপের মতবিরোধ এর জেরে বন্দর এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হলে উপজেলা প্রশাসনের পক্ষে ১৪৪ ধারা জারি করা হয়েছিলো।

অবস্থা স্বাভাবিক হলে ৩০ নভেম্বর জরুরি বৈঠক এ আবারো ব্যবসায়ী মহল ২৭ নভেম্বর /২০২৪ তারিখের ঘোষিত কমিটিই সর্বসম্মতিক্রমে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহন করেন।