তামিম, ঠাকুরগাঁ প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম
ঠাকুরগাঁও রাণীশংকৈলের নেকমরদ বাজারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান ঘর পুরে ছাই হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) পূর্ব মধ্যাহ্ন রাত ৩ টার দিকে উপজেলার নেকমরদ বাজারেএ ঘটনা ঘটে। এতে রবিউল ইসলামের টেইলার্সের দোকান, দেলোয়ার হোসেনের কাপড়ের দোকান, ও মিজানুর রহমানের টেইলার্সের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ৩ দোকানে প্রায় ২ লাখ টাকা বলে ¶য় ¶তি হয়েছে বলে জানান দোকানদারেরা। রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাছিম ইকবাল জানান,আমরা খবর পেয়ে তৎ¶নাৎ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৩ টি ইউনিটের যৌথ চেষ্টায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রথমিক ভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নি সংযোগ হয়েছে ।