বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

ফকিরহাট কাজি আজহার আলি কলেজে স্মরণসভা


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

ফকিরহাট কাজি আজহার আলি কলেজে স্মরণসভা



বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলি কলেজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গনঅভ্যুথানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় অত্র কলেজের মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এম. ডি মোবাশ্বের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদস্য মোল্লা রাজু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাওলাদার মুজিবুর রহমান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হাবিবা কুলসুম, আব্দুল হালিম, শিক্ষার্থী সোহান, রুকাইয়া, অহনা প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ।টান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফকিরহাটে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা