মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম
কক্সবাজার সদর মডেল থানাধীন সুগন্ধা বীচ সংলগ্ন ঝাউবাগানে অভিযান চালিয়ে ৪ টি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ ২ যুবককে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন মহেশ খালীর ঘোরকঘাটা ঘোনা পাড়া এলাকার জাকারিয়া সওদাগরের পুত্র ইকবাল হোসেন ফায়সাল( ৩৪) ও একই উপজেলার ছোট মহেশ খালীর আবুল কালামের পুত্র মোঃআরমান হোসেন( ৩৫)। আটককৃত দুই যুবকের কাছ থেকে দুই টি দেশীয় তৈরি এলজি দুই টি এক নলা বন্দুক ও২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক আব্দু সত্তার গোপন সংবাদ এর ভিত্তিতে আজ সকাল সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।