আর.এ.জাবেদ ফেনী প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প রবিবার দুপুরে পৌর এলাকার পশ্চিম চাড়ীপুর কাজী হুরমুজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সঙগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন বাবলুর সভাপতিত্বে ও আসাদুজ্জামান দারার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ শিহাব উদ্দীন মাহমুদ, প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা। এতে শতাধিক শিক্ষার্থীকে দাঁত পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয় ও ব্রাশ পেষ্ট উপহার দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, সহ সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক নিষাদ আদনান, দপ্তর সম্পাদক রেহানা পারভীন, সদস্য কফিল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক ছকিনা আক্তার, সোমা চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, জাহেদা আক্তার, মোসাম্মৎ নুসরাত জাহান। সহায়তা করে ডাঃ শিহাবস ডেন্টাল কেয়ার ও মেডিপ্লাস। ক্যাম্পে দন্ত সেবা ও ব্রাশ-পেষ্ট উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে শিশুরা।