বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

দুপচাঁচিয়া জোহাল মাটাই মাদ্রাসার সুপারকে চাঁদার দাবিতে

মারপিট ও লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষকদের


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

দুপচাঁচিয়া জোহাল মাটাই মাদ্রাসার  সুপারকে চাঁদার দাবিতে

 

 

: মানববন্ধন :
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :গতকাল সোমবার সকালে উপজেলা শিক্ষক কর্মচারী পরিবার কল্যাণ সংস্থার আয়োজনে বগুড়া-নওগাঁ মহাসড়কে সিও অফিস বাসস্ট্যান্ড চত্বরে প্রেসক্লাবের সামনে জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল বারাকাত মো: বেলাল উদ্দীনকে চাঁদার দাবিতে মারপিট ও লাঞ্চিত করার প্রতিবাদে উপজেলা বিএনপি’রসাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ কয়েকজনের বিরুদ্ধে শিক্ষকরা মানববন্ধন করেছে। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক

: কর্মচারী পরিবার: 

কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, প্রধান শিক্ষক রেজাউল করিম, মাহমুদুর রহমান, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মেহেরুল ইসলাম,লাঞ্চনার শিকার সুপার আবুল বারাকাত মো: বেলাল উদ্দীন সহ প্রমুখ। বক্তারা বলেন, গত ২৫ নভেম্বর সোমবার মাদ্রাসা চলাকালিন সময়ে দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র
সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ তার কয়েকজন সুপারের অফিস কক্ষে প্রবেশ করে।সমগ্র মানববন্ধনটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক তাজুল ইসলাম। এসময় আব্দুর রহিম ওই প্রতিষ্ঠানে ২০২০ সালের আয়া, নিরাপত্তা কর্মী এবং ল্যাইব্রেরিয়ান পদে নিয়োগের হিসাব দাবি করে চাঁদা চায়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, চর থাপ্পর ও কিল ঘুশি মারে। সুপারকে মাদ্রাসায় আসতে নিষেধ করে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এই ঘটনায় সুপার তার জীবন নিরাপত্তার জন্য আব্দুর রহিম সহ ৬জনের বিরুদ্ধে গত ২৭ নভেম্বর বুধবার থানায় সাধারণ ডায়রী যাহার নং-১১৪৬ দায়ের করেন। বক্তারা আরো বলেন, সাধারণ ডায়রীর পর থেকে তারা আরো ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান অব্যাহত রেখেছে। তার এ বিষয়ে এইসব সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।