বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
logo

সাংবাদিককে হত্যার হুমকী; চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি 


ডিমলা প্রতিনিধি প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

সাংবাদিককে হত্যার হুমকী; চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি 

 

নীলফামারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে রিপন ইসলাম শেখ নামের এক সাংবাদিককে মারধর, প্রান নাশ ও গুমের হুমকীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিমলা থানায় টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন ওই সাংবাদিক। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ডেইলি মেসেঞ্জার ও ব্রেকিং নিউজ বিডি’র নীলফামারী জেলা প্রতিনিধি রিপন ইসলাম শেখ ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিনের কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে ‘ জন্ম নিবন্ধনের কমিশনের টাকা আত্মসাত’ ‘মাতৃত্বকালীন ভাতার তালিকায় চেয়ারম্যানের পরিবারে ৫ সদস্যের নাম’ শিরোনামে সংবাদ প্রকাশের কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তার জবাব দিলে এক পর্যায়ে ওই চেয়ারম্যান আমাকে মারধরে, প্রান নাশ ও গুম কারার হুমকী প্রদান করেন। এক পর্যায়ে সেখান থেকে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার হয়ে তিনি ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তার সাথে কোনো কথায় হয়নি, তার অভিযোগ একেবারে ভিত্তিহীন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলা